৫ দিন পর সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

159

অবশেষে ৫ দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি পেঁয়াজভর্তি ট্রাক আসা শুরু হয়েছে। আজ বেলা ১১টার দিকে পেঁয়াজভর্তি দিনের প্রথম ট্রাকটি প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। ট্রাক চালকরা বলছেন, এখনও মহদিপুর স্থলবন্দরে প্রায় ৩’শ পেঁয়াজভর্তি ট্রাক আটকে আছে। কয়েকদিন ট্রাকের পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক তৌফিফুর রহমান বাবু জানান, গত ১৪ সেপ্টেম্বরের আগে খোলা এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অনুমতির পর আজ থেকে পেঁয়াজের ট্রাক সোনামসজিদ বন্দরে ঢুকতে শুরু করেছে। তবে ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় দুই শতাধিক ট্রাক আটকে আছে। এছাড়া বেশকিছু ট্রাক পথে রয়েছে বন্দরের আসার জন্য। পর্যায়ক্রমে পেঁয়াজভর্তি সব ট্রাক প্রবেশ করবে বাংলাদেশে। আজ দুপুর ১২টা পর্যন্ত ৮টি ট্রাকে ১৯৯ মেট্রিক টন পেঁয়াজ ঢুকেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নতুন করে কোনো আমদানি অর্ডার না নেয়ায় ভারত থেকে পেয়াঁজ আমদানি বন্ধ হয়ে যায়। ভারত সরকারের হঠাৎ এ সিদ্ধান্তের কারণে গত ১৫ সেপ্টেম্বর সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট-বাজারে বর্তমানে ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি হিসাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে।