৫৯ বিজিবির পৃথক অভিযান তিন সীমান্ত এলাকায় বিদেশী মদ আটক

107

রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চামুসা, সোনামসজিদ ও ভোলাহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশী মদ আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২০ নভেম্বর রাত পৌনে ৭টায় চামুসা বিওপির নায়েক মো. বদরুদ্দোজার নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের ভেতরে চামুসা মাঠ নামক স্থানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন ১৮ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২০ নভেম্বর রাত ১১টায় সোনামসজিদ বিওপির নায়েক এস এম মনোয়ার হোসাইনের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।
এছাড়া নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২০ নভেম্বর রাত সাড়ে ১১টায় সোনামসজিদ বিওপির হাবিলদার মো. লাভলু খানের নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের ভেতরে পিরোজপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় ২৬ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২০ নভেম্বর রাত সাড়ে ৯টায় ভোলাহাট বিওপির হাবিলদার মো. মঞ্জুরুল হকের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৯৫ মেইন হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের ভেতরে ভোলাহাট নামক স্থানে অভিযান চালায় এ অভিযানে মালিকবিহীন ২৩ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।