৫৯ বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল ইয়াবা মোটরসাইকেলসহ ৩ জন আটক

87

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও তেলকুপি সীমান্তে পৃথক অভিযান চালিয়েছে ৫৯ বিজিবি। অভিযানে ২৩৩ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা ও ২টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে সোনামসজিদ বিওপির নায়েক এস এম নুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জামতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. সামির (৩১) ও মৃত সাঈদুর রহমানের ছেলে মো. রুহুল আমিন বাবু (২৩), পাবনা জেলা সদরের রাধানগর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আতিকুর রহমান (৪০)কে ৭০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা ও ২টি পালসার-১৫০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টায় তেলকুপি বিওপির নায়েক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টহল দল তেলকুপি এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এইসব তথ্য নিশ্চিত করেছেন।