৫৯ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

539

৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর), জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নাচোল থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে ১৩ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার হয়েছে। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৬নং পাইরুল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মুর্তিটি উদ্ধার করে। মুর্তিটির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। এটি দেশের বাইরে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যায়। টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন বিজিবি সহকারী পরিচালক হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ও নাচোল থানা উপপরিদর্শক(এসআই) সবুজ মিয়া। আজ দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান অভিযানটি নিশ্চিত করে বলেন, মুর্তি উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।