৫৩ বিজিবি’র উদ্যোগ: স্বাস্থ্যসেবা পেলেন রাজশাহীর সীমান্ত এলাকার দুস্থ মানুষ

84

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে স্বাস্থ্যসেবা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি) তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র ব্যবস্থাপনায় রাজশাহীর সীমান্তবর্তী এলাকার ১৭২ জন গরীব দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে ওষুধও দেয়া হয়েছে।
৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় গঠিত মেডিকেল টিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের এই সেবা প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন-বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই সেবা প্রদান করা হলো। ভবিষ্যতেও এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।