৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৪টি বিদেশী পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চলাকালে এগুলো উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে বিজিবি সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষে বেশ কিছু পরিমাণ অস্ত্র আনার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। সেই ধারণা থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বর্ণনা দিতে গিয়ে অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দিলে তারা দ্রুত বাঁক পরিবর্তন করে যাওয়ার সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪টি আমেরিকার তৈরি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ আনার সর্ব্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি বলেন, বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।