৫০ হাজার টন পেঁয়াজ ভারত থেকে আসছে

1821

শ‌নিবার ২ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এ‌জিউ‌ব্লিউই‌বি আয়োজিত অনুষ্ঠা‌ন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ভারত থে‌কে ৫০ হাজার টন পেঁয়াজ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চল‌তি সপ্তাহ থে‌কেই পেঁয়াজ আসা শুরু হবে। সরকারের লক্ষ্য হ‌লো পবিত্র রমজা‌ন মাসের আগে যেন ভোক্তাদের বে‌শি দামে নিত্য প্রয়োজনীয় জি‌নিস কিন‌তে না হয়। সেই লক্ষ্যেই অন্যান্য পণ্যের সঙ্গে পেঁয়াজও আমদানি করা হচ্ছে। আগের বছরগুলোর তুলনায় এবার ভরা মৌসুমে দেশে পেঁয়াজের দাম অনেক বেড়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, ১ মার্চ ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ১২০ টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই তারিখের চেয়ে ৩৫ টাকা বেশি। দেশি পেঁয়াজের বর্তমান দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৭১.৪২ শতাংশ বেশি। বাংলাদেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ টনের বেশি। গত অর্থবছরে উৎপাদন হয়েছে ৩৬ লাখ টনের মতো। তবে ক্ষেত থেকে তুলে সংরক্ষণ করা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়। ফলে প্রতিবছর ১০ থেকে ১২ লাখ টন আমদানি করতে হয়, যার ৯০ শতাংশের বেশি আসে ভারত থেকে।