01713248557

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পৃথক চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণের বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চারটি সরকারি কলেজের স্নাতক পাস শিক্ষার্থীরা আসন ফাঁকা থাকা সাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে (স্নাতকোত্তর) ভর্তি হতে পারবেন। এসব বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম।