৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি-পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৭২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এ সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।