৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা ইংল্যান্ড শেষ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না। এ ম্যাচেও ব্লেয়ার টিকনারের পেস আগুনে পুড়ল ইংলিশ ব্যাটাররা। এরপর সহজ লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়ে ৪২ বছরের আক্ষেপ ঘোচালো নিউজিল্যান্ড। আজ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪০ ওভার ২ বলে ২২২ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৩২ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে ৪২ বছর পর ইংলিশদের হোয়াইটওয়াশ করল কিউইরা। এর আগে কেবল ১৯৮৩ সালেই ইংলিশদের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ জিতেছিল তারা।