৪র্থ বারের মত জেলা রোভার মুট শুরু

192

“শতবর্ষে রোভারিং- সুনাগরিক প্রতিদিন”এই প্রতিপাদ্যে  ৪র্থ বারের মত জেলা রোভার মুট শুরু হয়েছে। আজ বিকেলে জেলা ডা.আ.আ.ম মেসবাউল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে রোভার মুট উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটের কমিশনার ওশাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবেন্দ্রনাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার  স্কাউটের সহ-সভাপতি ও আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। এসময় প্রধান অতিথির বক্তেব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবেন্দ্রনাথ উরাঁও বলেন, আমার কাছে মনে হচ্ছে কবির এক কবিতা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবাই মিলে নাহি কোন পর। এ কবিতায় গ্রামের কথা বলা হয়েছে সে গ্রামটি হল রোভারদের ঘর। রোভার হচ্ছে পরিশ্রমী, রোভার হচ্ছে অন্যকে সাহায্য করে, রোভার হচ্ছে বিপদে সাহায্য করে। একজন রোভার সব কিছুই পারে। একজন রোভারকে দেখলে আসলে বোঝা যায় তার মধ্যে দেশপ্রেম রয়েছে। তাদের দ্বারাই সব হবে। তোমরা আজ এসেছ বিভিন্ন জেলা উপজেলা থেকে ভাল ভাবে প্রশিক্ষন নিবে দিয়ে জীবনে কাজে লাগাবে তাহলেই তোমরা আরো ও বড় হবে। তোমাদেরএই সফলতা কামনা করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সভাপতির বক্তেব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটের কমিশনার ও শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম রোভার স্কাউটের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকরি মনে রাখা উচিত মহান স্বাধীনতার ইতিহাস। আমরা যদি স্বাধীনতার ইতিহাস জানতে না পারি তাহলে দেশকে ভালবাসতে পারি না। যতক্ষন পর্যন্ত কারো মনে দেশের ভালবাসা বা কোন রোভারের মনে যতক্ষন দেশের ভালবাসা না জাগতে ততক্ষন পর্যন্ত সে দেশের কাজ করতে পারবেনা। তাই স্বাধীনতার মর্ম, স্বাধীনতার চেতনা, আমাদেরকে জানতে হবে এবং ভবিষ্যতে আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। প্রতিদিন একটা করে ভাল কাজ করব। আমরা যখন রাস্তাঘাটে বের হব তখন মনে নিয়ে বের হব যেন আমার দ্বারা কোন খারাপ কাজ বা কারো ক্ষতি যেন না হয়। আমাদের প্রত্যাশা সমাজের যেসব কুসংস্কারগুলো আছে সেগুলোকে দুর করবে। তারা খারাপ কাজ করবে না। ভালো কাজ করার জন্য সবাইকে পরামর্শ দিবে। আর নিজের মধ্য যতক্ষণ চিন্তা চেতনা জাগ্রত করতে পারলেই আমার মনে হয় রোভার স্কাউট সফল হবে সেই সাথে কলেজের সুনাম বয়ে আনবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটের সম্পাদক সাইফুল ইসলাম,  চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটের সহ কমিশনার প্রোগ্রাম সাইদুর রহমান। উল্লেখ্য এবারে রোভার স্কাউটে অংশ নেন উপজেলার ২৭ প্রতিষ্ঠানের রোভাররা। পরে মাদকবিরোধী এর উপর একটি ডিসপ্লে প্রদর্শন করেন তারা।