৪র্থ বছরে পদার্পন করল দৈনিক গৌড় বাংলা

361

জেলা থেকে প্রকাশিত দৈনিক গৌড় বাংলা ৪র্থ বছরে পর্দাপণ করল। এ উপলক্ষে আজ বেলা ১১টায় জেলা শহরের পৌর এলাকার বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে শুরুতে গত তিন বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁপাই চিত্রের সম্পাদক কামলা উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্য সচিব প্রবন্ধ লেখক মনোয়ারা খাতুন, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, কবি এনামুল হক তুফান। পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, জেলা পুলিশের প্রত্যেকটা অর্জনে দৈনিক গৌড় বাংলাসহ স্থানীয় পত্রিকাগুলোর অবদান সবচাইতে বেশি। শত বছর পরেও দৈনিক গৌড় বাংলা এভাবেই এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। দৈনিক গৌড় বাংলার সম্পাদক, লেখক, প্রতিনিধি, প্রতিবেদক, পাঠকসহ সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অন্য সবার মতই আমিও আমার সকাল শুরু করি স্থানীয় পত্রিকাগুলোতে চোখ বুলানোর মাধ্যমে। এই পত্রিকাগুলোতে যে সমস্ত তথ্যগুলো পায়, সেগুলো আমাদের দৈনন্দিন কার্যক্রমে ভূমিকা রাখে। এসময় তিনি আরও বলেন, পত্রিকায় যে নীতিমালা অনুসরণ করে আমার কাছে তা মনে হয় সেটা পজেটিভ। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় উন্নয়নে, এখানকার সামাজিক ও সামগ্রিক উন্নয়নে কিভাবে কাজ করা যায় সেটি অব্যশই গৌড় বাংলা প্রধান্য দিবে বলে আমি প্রত্যাশা করি। তাদের অনেকগুলো সুযোগ রয়েছে, এগুলোকে কাজে লাগিয়ে জেলার সামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো নেগেটিভ নিউজের প্রতি বেশি গুরুত্ব দেয়, কিন্তু গৌড় বাংলা তার ব্যতিক্রম। তাদের পজেটিভ সংবাদের প্রতি প্রবনতা অনেক বেশি। গৌড় বাংলার কেবলমাত্র শৈশব চলছে। এটি শুধুমাত্র এই জোলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি সারাদেশে ছড়িয়ে পড়বে বলে আমি মনে করি। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রেসিডেন্ট ও শাহনেয়ামতুল্লাহ্ কলেজের অধ্যক্ষ আানোয়ারুল ইসলাম বলেন, গৌড় বাংলার সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমাদের এলাকার আঞ্চলিক তথ্যগুলো আমরা জাতীয় গনমাধ্যমে পায় না। গৌড় বাংলা দিন দিন অগ্রসর হোক এই প্রত্যাশা করি। শংকরবাটি হেফজুল উলুম এফ.কে. কামিল মাদ্রসার অধ্যক্ষ ড. এমরান হোসেন বলেন, আমি গৌড় বাংলার একজন নিয়মিত লেখক। একজন আলেম হিসেবে আমার দায়িত্ব ইসলামের বানী সকলের কাছে পৌছে দেয়া। সেই সুযোগটি আমি গৌড় বাংলার মাধ্যমে পেয়েছি। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের মাধ্যমে গৌড় বাংলা আরও সামনে এগিয়ে যাবে। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোলাহাট উপজেলা প্রতিনিধি গোলাম কবির বলেন, সাধারন মানুষের সমস্যা, সম্ভাবনা কথা নিয়ে সকলের মাঝে কোটি কোটি বছর বেঁচে থাকুক দৈনিক গৌড় বাংলা। সাপ্তাহিক সোনামসজিদ প্রত্রিকার সম্পাদক জোনাব আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের মাঝে যুগ যুগ বেঁচে থাকুক এই প্রত্যাশা করি। এনামুল হক তুফান বলেন, আঞ্চলিক পত্রিকাগুলোর জন্য আমি ভীষণ খুশি। আমি আমার মাকে ভালবাসতে পারলে অন্যকেও ভালবাসতে পারবো। তাই স্থানীয় পত্রিকাগুলোকে ভালবাসতে পারলে জাতীয় গনমাধ্যমকেও ভালবাসতে পারবো। জেলা তথ্য কর্মকর্তা আ.ন.ম. ওহিদুজ্জামান, আজকে গৌড় বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদকসহ সকল প্রতিবেদক, পাঠক সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা খুবই সোভাগ্যবান যে, সকাল হলেই চারটি স্থানীয় দৈনিক পত্রিকা হাতের কাছে পেয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ একটি  সম্ভাবনাময় জেলা, এটির অনেক ঐতিহ্য আছে। তাই এই জেলাতে অনেক সফলতার গল্প আছে। এগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরলে তা আমাদের জন্য অনেক ভাল হবে। চাঁপাই চিত্রের সম্পাদক কামাল বলেন, জেলায় ৪টি দৈনিক পত্রিকা আছে। অনেক সমস্যা মোকাবেলা করে পত্রিকাগুলো এগিয়ে চলছে। জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, রাজশাহীর পত্রিকাগুলো আমাদের জেলার বিজ্ঞাপন পায়। কিন্তু আমরা তাদের বিজ্ঞাপন পায় না। পত্রিকাগুলোকে বাচিয়ে রাখতে অব্যশই এই বিষয়গুলোর সমাধান জরুরী। রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে অনেক শুভেচ্ছা। গৌড় বাংলার নিয়মিত রেডিও মহানন্দার বিজ্ঞাপন যায় এবং আমাদের ফেলোর সবগুলো ফিচার তারা প্রকাশ করে থাকে। গৌড় বাংলা আমাদের মাঝে হাজার হাজার বছর বেঁচে থাকুক এই প্রত্যাশা করি। চাঁপাই দর্পন পত্রিকার সম্পাদক আমরাফুল ইসলাম রঞ্জু বলেন, দৈনিক গৌড় বাংলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক চাঁপাই দর্পনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মনোয়রা বেগম বলেন, বস্তুনিষ্ঠ ও সমাজের বিভিন্ন অসংগতি এবং যারা বৈষম্য-নিপীড়নের শিকার সেই সব মানুষের চিত্র ফুটে উঠবে দৈনিক গৌড় বাংলায় এটাই আমার প্রত্যাশা। অতিথিদের বক্তব্যের মাঝে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।