৪র্থ দফায় রহনপুর রেলবন্দর দিয়ে ডিএপি সার গেল নেপালে

97

বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিদেশীয় ট্রানজিট হওয়ায় গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে ৪র্থ দফায় নেপালে ডিএপি সার যাচ্ছেগতকাল রাত ১১টা ২৫ মিনিটে রহনপুর রেলস্টেশন দিয়ে ২ হাজার ৫০১ মেট্রিকটন ডিএপি সারবাহী এক র‌্যাক (৪২ ওয়াগন) ভারতের সিন্দাবাদ স্টেশন হয়ে বীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে তা সড়ক পথে নেপালে যাবে। এর আগে গত ৩, ৫ ও ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে সাড়ে ৭ হাজার মেট্রিক টন ডিএপি সার নেপালে যায়। নেপাল, চীন থেকে আমদানি করা এ সার সমুদ্রে পথে বাংলাদেশের মংলা বন্দর নিয়ে আসে। পরে এ সার যশোরের নোয়াপাড়া স্টেশনে বোঝাই হয়ে ভারতের মধ্য দিয়ে নেপালে নিয়ে যাচ্ছে। বিষয়টি রহনপুর স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।
রহনপুর শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা মোখতার হোসেন জানান, রহনপুর রেলবন্দর দিয়ে মোট ২৯ হাজার ৫০০ মেট্রিকটন ডিএপি সার যাবে নেপালে।