৩ দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, তবে সম্পূর্ণ চালু হয়েছে দুরপাল্লার কোচ চলাচল

oplus_2

৩ দিনেও সংকট সম্পূর্ণ কাটেনি। তৃতীয় দিনের মত আজ বন্ধ ছিল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের সব ধরনের বাস চলাচল। বাড়ছে যাত্রী দূর্ভোগ। তবে বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার দপ্তরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও রাজশাহীর বাস মালিক সমিতির প্রতিনিধির উপস্থিতেতে সমঝোতা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। তবে এরপরেও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল শুরু হয় নি। নেতৃবৃন্দ বলছেন, আগামীকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক হবে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা,চট্রগ্রাম, সিলেট সহ দুরপাল্লার সকল রটে কোচ চলাচল যা আংশিক চালু ছিল তা স্বাভাবিক হয়েছে। বুধবার বিকাল থেকে যাতায়াত শুরু করেছে দুরপাল্রার সকল রুটের কোচ।
শ্রমিক সূত্র জানায়,গত শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর মালিকানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের একটি বাসের রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের মারধরের জেরে শুরু হয় সংকট। এর জেরে রাজশাহীতে পরদিন থেকে দু’দিন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা ব্যাপক নিগৃহীত হন। মারধরের শিকার হন ৮/১০ শ্রমিক। এমনকি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী দুরপাল্লার কোচ চলাচলকে জড়িয়ে দেয়া হয়। দুরপাল্লার কোচের চাঁপাইনবাবগঞ্জের স্টাফদের মারধর করা হয় রাজশাহীতে। আটকে দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাল্লার বাস। ফলে গত সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মালিকনাধীন দুরপাল্লার বাস চলাচল বন্ধ হয়। শুধু বাইরের জেলার স্টাফ দিয়ে বাইরের জেলার মালিকানধীন দুরপাল্লার বাস চালু থােক। তবে এই চালু থাকা নিয়েও সৃষ্টি হয় অনিশ্চয়তা।
শ্রমিক সূত্র আরও জানায়, চাঁপাইনবাবগঞ্জের সকল গন্তব্যর বাস ও কোচকে রাজশাহীর উপর দিয়েই চলাচল করতে হয় বিধায় চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিককে মাঝেমাঝেই রাজশাহীতে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। দু’জেলার মালিক ও শ্রমিকদের এ দ্বন্দ নতুন কিছু নয়।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাবেক জেলা মোটর শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন,বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহীতে পুলিশ কমিশনারের দপ্তরে ডিসি ট্রাফিক নুর আলমের উপস্থিতিতে দু’পক্ষের বৈঠকে সকল সমস্যার সমাধান হয়েছে। তবে শ্রমিকদের বুঝিয়ে তাদের ক্ষোভ দুর করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে। দুরপাল্লার কোচ বুধবার বিকাল থেকেই পুরো ঠিক হয়েছে। সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার দুরপাল্লা স্বভাবিক হয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক সহ পুরো পরিস্থিতি পরিস্কার হবে। চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাল্লার গ্রামীন ট্রাভেলস এর ম্যানেজার স্বপন আলী বলেন, দুরপাল্লা স্বাভাবিক। এছাড়া সকল দুরপাল্লার কোচে চাঁপাইনবাবগঞ্জের ষ্টাফরা কাজ শুরু করেছেন।