৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। পুরো ক্যারিয়ার জুড়ে ছিলেন দুর্দান্ত। দায়িত্ব পালন করেছেন স্প্যানিশ জায়ান্টদের অধিনায়কের। ক্লাবটির হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি। তার আমলে সোনালি সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে মাদ্রিদের অধ্যায় শেষ করে সেই বছরই যোগ দিয়েছেন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে। ক্লাবটিতে এক মৌসুমে খেলার পর ২০২৩ সালে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের নাম লেখান তিনি। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার। তবে গেল নভেম্বর ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। যার কারণে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছেড়েছেন তিনি। এবার ঘোষণা দিয়েছেন ফুটবলে নিজের সমাপ্তির।
মার্সেলো বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় কড়া নাড়ল। সেখান থেকে আমি এখানে পৌঁছেছি। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি একজন সত্যিকারের মাদ্রিদে। স্বপ্নের ক্লাবে ১৬ মৌসুমে ২৫টি শিরোপা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, একজন অধিনায়ক এবং বার্নাব্যুতে এক জাদুকরী রাত। কী এক যাত্রা।’ এছাড়াও নিজেদের কিংবদন্তির অবসরে বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘মার্সেলো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক। আমরা তাকে দীর্ঘদিন নিজেদের ঘরে রাখার সৌভাগ্য পেয়েছি। তিনি আমাদের সেরা কিংবদন্তিদের একজন এবং রিয়াল মাদ্রিদ সর্বদা তার বাড়ি।’