৩৬তম বিসিএস নন-ক্যাডারে আরো ২৩ জনের ফল প্রকাশ

330

৩৬তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নতুন করে নন-ক্যাডারে ২৩ জনের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। সোমবার কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উক্ত ২৩ জনকেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের নন-ক্যাডার ১ম শ্রেণির পদে সুপারিশপাপ্ত নন এমন প্রার্থীদের মধ্যে থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট উপজেলার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৩৬তম বিসিএস পরীক্ষায় অর্জিত মেধাক্রম ও বিদ্যামান কোটা পদ্ধতির ভিত্তিতে ২৩ প্রার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুপারিশকৃত কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি, দুর্নীতি, জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে বা অসত্য তথ্য প্রদান অথবা চাহিদা অনুযায়ী সনদ/প্রত্যায়ন/কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা গুরুতর ভুল-ক্রটি ধরা পরলে প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।