৩০৯ জন মা ও শিশুকে স্বাস্থ্য সেবা দিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ
চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগ ঈদুল ফিতরের ছুটিতেও কার্যক্রম চালু রেখেছে। গত ২৮ মার্চ হতে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু রাখা হয়েছিল। এসময় সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫২ জনকে প্রসবপূর্ব সেবা, ৩৮ জনকে প্রসব সেবা, ৪৪ জনকে প্রসবোত্তর সেবা, ৪৩ জনকে নবজাতক সেবা এবং ৩ জনকে প্রসবোত্তর পিপিএফপি সেবা দেয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবাগ্রহীতাদের মধ্য থেকে ১৯ জনকে প্রসবপূর্ব সেবা, ১৩ জনকে প্রসব সেবা, ১৮ জনকে প্রসবোত্তর সেবা এবং নবজাতক সেবা দেয়া হয়েছে ১৭ জনকে। এই ৮ দিন ছুটিকালীন জেলায় মোট ৩০৯ জনকে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য এই তথ্য নিশ্চিত করে বলেন- প্রসূতি মা ও নবজাতকের কথা বিবেচনায় রেখে ঈদুল ফিতরের ছুটির মধ্যেও জেলার সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে; যাতে সেবাগ্রহীতারা এই সেবা থেকে বঞ্চিত না হয়।