Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

৩০০ আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। এবার ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ২ লক্ষাধিক ভোটকক্ষ থাকবে। ভোটের অন্তত ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ইসি সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ হওয়ায় ৪ ডিসেম্বরের মধ্যে সব কেন্দ্রের গেজেট প্রকাশ করতে হবে। ইসির নির্দেশনায় নির্ধারিত সময়েই ৩০০ আসনের সব কেন্দ্রের গেজেট সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও অবস্থান, ভোটকক্ষের সংখ্যা, ভোটার এলাকা, পুরুষ ও মহিলাসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে।

Exit mobile version