২ ম্যাচের নিষেধাজ্ঞায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
প্রিমিয়ার লিগে গত ১৪ ডিসেম্বর ইপ্সউইচ টাউনের বিপক্ষে খেলা চলাকালীন ক্লাবটির নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উলভারহ্যাম্পট ওয়ানডারার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথিউস কুনিয়া। যে কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ম্যাচটিতে অবশ্য জিততে পারেনি কুনিয়ার দল। ২-১ ব্যবধানে হেরে বসে। ম্যাচ শেষে প্রতিপক্ষের নিরাপত্তাকর্মীকে কনুই দিয়ে আঘাত করেন কুনিয়া। পরে তার চশমাও কেড়েন নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এই ঘটনায় নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হবে তাকে। দিতে হবে ৮০ হাজার পাউন্ড।
এই নিষেধাজ্ঞার কারণে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে পাবে না উলভস। যদিও ভালো অবস্থানে নেই ক্লাবটি। ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে তারা।