২ দিন থেকে কানসাটে আম ক্রয়-বিক্রয় বন্ধ: ৪৬ কেজিতে মণ চাই ব্যাপারিরা

671

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নিদের্শনা মানছে না আম আড়ৎদারেরা। ফলে দেখা দিয়েছে আম ক্রয়-বিক্রয়ে অস্থিরতা। এদিকে গতকাল থেকেই শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারের আড়ৎদারেরা আম ক্রয় বন্ধ রেখেছেন। জেলা প্রশাসনের নির্দেশনা অনুয়ায়ী কানসাট আম আড়ৎদারেরা ৪০ কেজিতে মণ হিসাবে আম ক্রয় করার নিদের্শ মেনে নেয়ার কারণে কানসাটে ব্যাপারিরা আম না কিনে অন্যত্র চলে যাচ্ছে। তবে জেলার সদর গোমস্তাপুর ও ভোলাহাটে আম আড়ৎদারেরা এখন বহাল তবিয়তে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাংগুলি দেখিয়ে এখনো ৪৫-৪৮ কেজিতে মণ হিসাবে আম ক্রয় অব্যহত রেখেছে। কানসাটে আম ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তালেব ও সম্পাদক কাজী এমদাদুল হক এবং জেলা আম সমিতির সদস্য নজরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের নিদের্শনা মানতে গিয়ে কানসাট বাজারে আড়ৎ গুলোতে ব্যাপারি শূণ্য হয়ে পড়েছে। তারা আরও জানায়, জেলা প্রশাসনের নিদের্শনা অমান্ন করে ৪৫-৪৮ কেজিতে মণ হিসাবে আম ক্রয় অব্যহত রেখেছে। এব্যাপারে ভোলাহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ফিরোজ হাসানের সাথে যোগাযোগা করা হলে তিনি জানান, জেলা প্রশাসকের নিদের্শনা বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা শিবগঞ্জে ৪৬ কেজিতে মণ হিসাবে আম কেনা হচ্ছে বলে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানিয়ে তারাও ওই হিসাবে আম ক্রয় করছে। কিন্তু আম ব্যবসায়ীরা উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ভুল বুঝিয়েছেন। এব্যাপারে গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে ৪৬ কেজিতে মণ ও ১টি আম (শলা) হিসেবে আম ক্রয় হচ্ছে। এখানেও আম ব্যবসায়ীরা কানসাটের উদ্ধৃতি দিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ভুল বুঝিয়েছেন। কেননা কানসাটে ৪৬ কেজিতে মণ হিসাবে আম কিনতে না পেয়ে গত দুদিন থেকে কানসাটে আম ক্রয় বন্ধ হয়ে রয়েছে। অন্যদিকে শিবগঞ্জে ক্ষুদ্র আম ব্যবসায়ী ও আম চাষীদের সাথে আলোচনায় বসেছেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম। উল্লেখ্য, জেলা প্রশাসক মো. মাহামুুদুল হাসান এই বছর আম ক্যান্ডার প্রনয়ন সভায় জেলায় আম ক্রয়-বিক্রয়ের জন্য আলোচনার মাধ্যমে ৪০ কেজিতে মণ এবং ডিজিটাল ওয়েয়িং মেশিনে ওজনের সিদ্ধান্ত নেয়া হয়। আমে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার না করারও সিদ্ধান্ত হয়। গত ২ দিন থেকে আম কেনা বন্ধ থাকার ফলে আম চাষীদের গাছে আম পেঁকে নষ্ট হচ্ছে বলে আম ব্যবসায়ী জানিয়েছেন।