২ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর

দুই দিনের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সাপ্তাহিক ও আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই স্থলবন্দর দুদিন ছুটি ঘোষণা করা হয়। এতথ্য নিশ্চিত করে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, সাধারণত সোনামসজিদ স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি হিসেবে অন্যসব প্রতিষ্ঠানের মতো শুক্রবার বন্ধ থাকে। এছাড়া শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী। এতে সোনামসজিদ স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে। আগামীকাল থেকে আবারও যথারীতি নিয়মে বন্দরের কার্যক্রম শুরু হবে।