২৯ জুলাই আসছে অস্ট্রেলিয়া, ৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টি

82

৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া অক্লান্ত পরিশ্রম করেছে সিরিজের সূচি নির্ধারণ করতে। স্বাভাবিকভাবেই করোনার মধ্যে এটা চ্যালেঞ্জের বিষয়। ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসদের নিরাপত্তার জন্য যে জৈব সুরক্ষাবলয়ের পরিকল্পনা করা হয়েছে, তাতে আশা করি সবাই নিরাপদে থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলার পর তিনটি ওয়ানডে খেলছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডে শেষ। বাকি আছে দুইটি। সেখান থেকে চার্টাড বিমানে ঢাকা এসে পৌঁছবে অজিরা। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে তাদের।