২৫ পৌরসভায় ব্যালট পেপার পাঠানোর নির্দেশ

93

চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন আগামী রবিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোরশেদ আলম স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনা দেয়া হয়। আজ ইসির ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আদেশে বলা হয়, ২৫টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে ইসি’র যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, চতুর্থ ধাপে মোট ৫৬ পৌরসভায় ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২৫টি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে আর বাকিগুলো ইভিএমে হবে। ইভিএম ব্যবস্থাপনার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) কর্মকর্তারা সরেজমিন উপস্থিত থেকে ভোটগ্রহণের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।