২৪ বছর আগে ছোট পোশাক পরার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রানী

91

রানী মুখার্জি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। সিনেমাটিরে গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেন— শাহরুখ খান, সালমান খান, কাজল। করন জোহর পরিচালিত এ সিনেমা ১৯৯৮ সালে মুক্তি পায়। তারপর কেটে গেছে ২৪ বছর। কিন্তু এখনো তাদের রসায়ন দর্শক মনে অমলিন।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সুপারহিট গান ‘কোয়ি মিল গ্যায়া’। কলেজের ফাংশনে এ গানে পারফর্ম করেন শাহরুখ-কাজল-রানী। মাঝে মঞ্চ। তার চারপাশ ঘিরে রেখেছে ছেলে-মেয়েরা। শর্ট ড্রেসে গিটার হাতে মঞ্চে উঠেন রানী। এ পোশাকে রানীকে নাচতে দেখা যায়। ছোট্ট পোশাকে স্টেজে নাচার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন রানী মুখার্জি। সম্প্রতি একটি অনুষ্ঠানে কাজল ও রানী একসঙ্গে হাজির হয়েছিলেন। সেখানে এ বিষয়ে কথা বলেন তারা।

কথার শুরুতে কাজল বলেন— ‘প্রথমে দেখে ভেবেছিলাম, নাড়াচাড়া করতে পারবে না। তারপর দেখি, ও দিব্যি নাচল, মুগ্ধ হয়েছিলাম।’ এরপর রানীকে কাজল প্রশ্ন করেন, ‘কী করে করলে?’ উত্তরে রানী মুখার্জি বলেন, ‘আমি নিজেও জানি না কীভাবে করলাম। শুধু স্রোতে ভেসে কাজটি করে ফেলেছিলাম। আমার বয়স তখন ১৭ বছর ছিল। তার আগে আমি কখনো এত ছোট স্কার্ট পরিনি।’

শুটিংয়ের আগে রানীর ছোট পোশাক দেখে চিত্রগ্রাহক ভেবেছিলেন এটি বাচ্চার পোশাক। সেই ঘটনা উল্লেখ করে রানী মুখার্জি বলেন— ‘করন (করন জোহর) ও মণীশ (মণীশ মালহোত্রা) যখন আমাকে ড্রেসটা দিলো, তখন সেটা ছিল একটা গাউন। এরপর সেটা সেটে পৌঁছানো পর্যন্ত ক্রমাগত ছোট হতে থাকে। পোশাকটি যখন সেটের সিনেমাটোগ্রাফার দেখলেন, উনি বলেছিলেন, ও এটা বুঝি বেবি সানার পোশাক! ওরা বলল, নাহ এটা রানীর জন্য তৈরি করা হয়েছে। এ কথা শুনে উনি ভয় পেয়ে গিয়েছিলেন।’

ছোট পোশাক পরে মঞ্চে পারফর্ম করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন রানী। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ওটা পরে আমি হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তবে ওখানে শাহরুখ, কাজলদি, করন, ফারহা ছিলেন। ওরা আমাকে সাহস জুগিয়েছিল। মঞ্চে হাঁটতে গিয়ে আমি ভয় পাচ্ছিলাম। কারণ আমি ছিলাম ওপরে আর ছেলেমেয়েরা নিচে ছিল। সবাই উপরের দিকে তাকাচ্ছিল, এটা আমার কাছে দুঃস্বপ্ন ছিল। কিন্তু এই লুকে নিজেকে পর্দায় দেখে অবাক হয়েছিলাম।’