২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ভর্তি ১৯ জন

255

বছরের শেষ দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রোগীর এই সংখ্যা গতকালের চেয়ে ৩ জন বেশি। গতকাল সারা দেশে ১৬ জন রোগী ভর্তি হন। রোগীর এই সংখ্যা ছিল ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। আগামী বছরের শুরুতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও কমবে বলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মনে করছেন। ডেঙ্গুর প্রকোপ কমে এলেও রোগীর সংখ্যা গত বছরের ডিসেম্বরের চেয়ে অনেক বেশি। গত বছর ডিসেম্বরে হাসপাতালগুলোতে ২৯৩ জন রোগী ভর্তি হয়েছিলেন। আর চলতি বছর ডিসেম্বরের প্রথম ২১ দিনে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য দিয়েছে।

সূত্র: প্রথম আলো