২২ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতেও ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি

234

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকার পাশাপাশি পদ্মা নদীতেও ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর। এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ জানান, মোট ২২দিন ইলিশ আহরণ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই আইন কার্যকরে আজ থেকে জেলার বিভিন্ন বাজার ও নদীতে ভাম্যমান আদালত পরিরচালনা করবে মৎস্য অধিদপ্তর। এই আইন ভঙ্গকারী কাউকে পেলে তার জন্য ২ বছর জেল ও পাঁচ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।