২০৩২ সালে পৃথিবীতে আঘাত হানতে পারে মহাকাশ শিলা, যা বলছেন বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বশেষ বিশ্লেষণ অনুসারে, ‘২০২৪ YR4’ নামের একটি গ্রহাণু ২০৩২ সালে পৃথিবীতে আঘাত হানার ৩.১% সম্ভাবনা রয়েছে। এই হার এক সপ্তাহের ব্যবধানে ২.৬% থেকে বেড়ে ৩.১%-এ পৌঁছেছে। প্রায় ১৭৭ ফুট চওড়া এই গ্রহাণুটি আকারে একটি বহুতল ভবনের সমান। যদিও এটি মানবসভ্যতা ধ্বংসের মতো বড় নয়, তবে এটি একটি বিশাল শহর নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখে বলে জানিয়েছে লাইভসাইন্স (LiveScience)। এ বিষয়ে প্ল্যানেটারি সোসাইটির প্রধান বিজ্ঞানী ব্রুস বেটস বলেন, আমি আতঙ্কিত নই। স্বাভাবিকভাবেই সম্ভাবনা বাড়তে দেখলে ভালো লাগে না, তবে এটি নিয়ে অযথা দুশ্চিন্তার প্রয়োজন নেই। তিনি আরও ব্যাখ্যা করেন, পর্যবেক্ষণের ফলে প্রথমদিকে সম্ভাবনা বাড়তে পারে, তবে পরে তা দ্রুত শূন্যে নেমে আসার সম্ভাবনাই বেশি।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটি সিমুলেশন শেয়ার করেছেন, যেখানে দেখানো হয়েছে কেমন ভয়াবহ প্রভাব ফেলতে পারে এই মহাকাশ শিলা। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, থ্রিডি অ্যানিমেশন বিশেষজ্ঞ আলভারো গ্রাসিয়া মন্টোয়া এই সিমুলেশন তৈরি করেছেন। এতে দেখা যাচ্ছে, গ্রহাণুটি একটি বড় শহরে আঘাত হেনে বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে। ২০২৩ সালের ২৭ ডিসেম্বর ‘২০২৪ YR4’ গ্রহাণুটিকে প্রথম চিলির এল সস অবজারভেটরি শনাক্ত করে। এরপর, আন্তর্জাতিক গ্রহাণু সতর্কীকরণ নেটওয়ার্ক (IAWN) জানুয়ারিতে একটি সতর্কতা জারি করে, যখন এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ১% ছাড়িয়ে যায়। তখন থেকে এর সম্ভাবনা ওঠানামা করলেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী।

NASA-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৪ YR4 গ্রহাণুটি ২০৩২ সালের ২২ ডিসেম্বর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, ৯৬.৯% সম্ভাবনা রয়েছে, এটি পৃথিবীকে এড়িয়ে যাবে। LiveScience-এর তথ্য অনুযায়ী, বর্তমান উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, পর্যবেক্ষণের মাধ্যমে গ্রহাণুটির গতিপথ সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া গেলে এই ঝুঁকি শূন্যে নেমে আসতে পারে। এছাড়াও, একটি ছোট সম্ভাবনা রয়েছে (০.৩%) যে গ্রহাণুটি পৃথিবীর বদলে চাঁদে আঘাত হানতে পারে। গবেষকরা গ্রহাণুটির গতিপথ নিয়ে আরও তথ্য সংগ্রহ করছেন, যা ভবিষ্যতে আরো নির্ভুল বিশ্লেষণ দিতে পারবে।

NASA এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো এই গ্রহাণুর গতিপথ নিয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে। তাদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যবেক্ষণে ঝুঁকি বেশি দেখায়, তবে পরবর্তী বিশ্লেষণে তা কমে আসে। বিজ্ঞানীদের মতে, ২০২৪ YR4-এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা এখনো নিশ্চিত নয়, তবে এটি মহাকাশ গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণযোগ্য বস্তু। সূত্র : এনডিটিভি