২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আজ
আজ ঘটতে চলেছে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এটি আংশিক সূর্যগ্রহণ, যা বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহণটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং আর্কটিক অঞ্চলে দৃশ্যমান হবে। বাংলাদেশ ও ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের সময় চাঁদের ছায়া বাংলাদেশের ওপর পড়বে না, তাই এটি দৃশ্যমান হবে না। বাংলাদেশের সময় অনুযায়ী, গ্রহণটি দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টার৪৩ মিনিটে শেষ হবে। এটি সর্বোচ্চ অবস্থানে থাকবে বিকেল ৪টা ৪৭ মিনিটে। এটি বাংলাদেশীদের জন্য দৃশ্যমান হবে না। তবে নিউ ইয়র্ক, বোস্টন, মন্ট্রিয়াল ও কুইবেক শহরসহ আফ্রিকা, সাইবেরিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপের কিছু অঞ্চলে গ্রহণটি দেখা যাবে। এ বছর দুটি সূর্যগ্রহণ হবে-একটি ২৯ মার্চ এবং অপরটি ২১ সেপ্টেম্বর।