Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, রুটিন প্রকাশ

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা। আগামী ৩০ জুন বাংলা আবশ্যিক প্রথমপত্র দিয়ে এই শুরু হবে এ পরীক্ষা। আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই ৩ বিভাগের শিক্ষার্থীদের এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ৪ আগস্ট পর্যন্ত। নির্ধারিত দিনগুলোতে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বরে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় বিষয়ভেদে প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি এবং পরবর্তী আড়াই ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কার্যক্রম চলবে বিরতিহীনভাবে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ২১ আগস্ট।

Exit mobile version