২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল মোবাইলফোনে

49

আসন্ন এইচএসসির ও সমমানের ফল মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তথ‌্য জানানো হয়েছে। ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে বোর্ডগুলো। সরকারি মোবাইলফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা।

টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলফোনের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।