১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে বিদেশি পুঁজি তুলে নেওয়া হচ্ছে। ফলে তরতর করে কমছে রুপির দাম। এবার ৯০-এর ঘর পেরিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে রুপির মূল্যমান। ডলারের হিসেবে রুপির দাম ৯১-এর ঘরে ঠেকেছে। আজ মঙ্গলবার বাজার খোলার পর এক ডলারের বিপরীতে রুপির মূল্য কমে দাঁড়ায় ৯১.০৭১-এ। এই প্রথম ৯১-এর ঘর পার করল মার্কিন মুদ্রা। ডলারের নিরিখে ধারাবাহিক ভাবে পতনের ফলে রুপির দামে রের্কড পতন দেখা গিয়েছে এদিন।

ভারতের বিদেশি মুদ্রা লেনদেনকারীদের অনুমান, পরিস্থিতি এমন থাকলে আগামী এক মাসের মধ্যে ডলারের বিনিময় রেট ৯২ রুপিতে ঠেকতে পারে।

অর্থনীতিবিদদের একাংশের মতে রুপির পতন কোনও আশ্চর্য ঘটনা নয়। তবে পতনের গতি অপ্রত্যাশিত। বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলোর পুঁজি প্রত্যাহার অব্যাহত। এই সবেরই প্রভাব পড়েছে রুপিতে। দিনের শুরুতে, ডলারের বিপরীতে টাকার দাম ৯০.৮৩-এর রেকর্ড সর্বনিম্ন দরে পৌঁছে যায়। লেনদেন শুরু হওয়ার পর ০.১ শতাংশ কমে ৯০.৭৯-এ দাঁড়ায়। আমেরিকার মু্দ্রার হিসাবে রুপি সর্বকালের সর্বনিম্ন দামে নেমে আসে মঙ্গলবার।