১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনী ব্যানার-ফেস্টুন নামানোর নির্দেশ, বিশ্ব ইজতেমা স্থগিত

228

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা করছে কমিশন। ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনী সব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড নামানো না হলে এর সকল দায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিতে হবে। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন করা কোনো দেশেই সম্ভব নয়, ইসি একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করবে। এসময় তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সহকারী রিটানিং কর্মকর্তাদের সৎ থেকে কাজ করা আহ্বান জানান। এদিকে, তফসিলের কারণে এবং নির্বাচনের কারণে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকায় এবারের বিশ্ব ইজতেমার তারিখ নির্বাচনের পরে নির্ধারণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দিবাগত রাতে এই কথা জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগের দুইপক্ষ ও কয়েকজন আলেম এবং ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়। এছাড়া, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বাংলাদেশ সংস্থা সংস্থাকে বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত ইসি সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ পর্যায়ে নির্বাচনী কাজে নিয়োজিত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে।’ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।