Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

১৫ হাজার রানের ক্লাবে ‘প্রথম’ তামিম

মার্ক অ্যাডেইরের বল আকাশেই তুলে দিয়েছিলেন তামিম ইকবাল। পড়েছে অবশ্য নিরাপদ দূরত্বে। লিটন দাসের সঙ্গে দৌড়ে দুই রান নেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এই রানে ছুয়েছেন এক অনন্য মাইলফলক।  প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মালিক হলেন তিনি। সবমিলিয়ে ৪০তম ক্রিকেটার ও ১৪তম বাঁহাতি ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তামিম।

মাইলফলকের ম্যাচে তামিম অবশ্য আউট হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। ৪ চারে ৩১ বলে ২৩ রান করার পর লিটনের সঙ্গে সিঙ্গেল নিতে গিয়ে অ্যাডেইরের সরাসরি থ্রোতে রান আউট হন তিনি।  এই ব্যাটার প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে ৬৯ টেস্ট খেলে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরিতে ৫ হাজার ৮২, ওয়ানডেতে ২৩৬ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৫৫ হাফ সেঞ্চুরিতে ৮ হাজার ১৬৯ ও ৭৮ টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরিসহ ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। নিজের জন্মদিনে এসে মাইলফলকটি ছুঁয়েছেন তামিম। তার পরে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার ৭৬৬ রান করেছেন তিনি।

Exit mobile version