01713248557

১৫ লক্ষাধিক হাজির কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত

আজ পবিত্র হজ। সারাবিশ্বের ১৫ লাখের বেশি হাজি সমবেত হয়েছেন আরাফাতের ময়দানে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত এ ময়দান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় আজ দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর হজের খুতবা দেওয়া শুরু করেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। এর আগে গতকাল মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। এরপর আজ ফজর নামাজ পড়ে তাঁরা আরাফাতের ময়দানে যান।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন আল-জামাজমা কোম্পানি হজযাত্রীদের মাঝে পবিত্র মক্কা নগরীতে এ পর্যন্ত জমজম কুপের সাড়ে ৩ কোটি বোতল পানি বিতরণ করেছে। হাজিরা আগামীকাল মিনায় পশু কোরবানি করবেন।