Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা, ছড়া/কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা, ছড়া/কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গনগ্রন্থাগারের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। জেলা সরকারি গনগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাসুদ রানার সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেহসহ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা। রচনা প্রতিযোগিতায় ক- গ্রুপে “শিশুদের প্রিয় বঙ্গবন্ধু” এই বিষয়ে ৫ম-৮ম শ্রেণীর শিক্ষাথীরা, খ-গ্রুপে “ বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ” এই বিষয়ে ৯ম-দ্বাদশ শ্রেণীর শিক্ষাথীরা, গ- গ্রুপে “বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন” এই বিষয়ে ¯œাতক-¯œতকোত্তর শ্রেণীর শিক্ষাথীরা এবং ঘ- গ্রুপে “বঙ্গবন্ধুর বাঙ্গালী জাতির অহংকার” এই বিষয়ে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে। আবৃতি প্রতিযোগিতায় ক- গ্রুপে ১ম-৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা, খ-গ্রুপে ৫ম-৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। তাছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতায় ক- গ্রুপে “বঙ্গবন্ধুর যেকোন ছবি”তে অনুর্দ্ধ ৭ বছরের শিশুরা, খ-গ্রুপে “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণরত ছবি”তে অনুর্দ্ধ ১২ বছরের শিশুরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে ২৩ জন বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, বই ও ফুল দিয়ে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম বলেন, বাঙ্গালি জাতির জন্য ১৫ আগষ্ট একটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ দিন।

Exit mobile version