১১ ছক্কা ও ৩৭ বলের সেঞ্চুরিতে ডেভিডের ইতিহাস

তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ২১৪ রানের লক্ষ্য দাঁড় করিয়েও থামাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কারণ, জবাব দিতে নেমে ক্যারিবিয়ান বোল্টারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন টিম ডেভিড। ১১ ছক্কা আর ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মারকুটে ব্যাটার। এতে ইতিহাস গড়েছেন তিনি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৭ বলে ১০২ রান করে অজিদের জয় নিশ্চিত করেছেন টিম ডেভিড। সেই সঙ্গে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি। সেই সঙ্গে ১৬ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
এর আগে, অভিষেক টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর শেই হোপও। প্রথমে ব্যাট করে ৫৭ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার ওপেনিং সঙ্গী ব্রেন্ডন কিং ৩৬ বলে ৬২ রান তুলে তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন, তাদের ১২৫ রানের জুটিতে ভর করে ২১৪ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যা ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া।