১০ ভাগ বেতন কর্তনের প্রতিবাদে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

167

দশভাগ বেতন কর্তনের প্রতিবাদে এবং সরকারি নিয়মে বাসা ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানসহ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনটির সমন্বয়ক শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, ছাত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক মোখলেশুর রহমান, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমানসহ অন্যরা। বক্তারা অবিলম্বে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের দাবি মেনে নেয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।