১০১ বছর বয়সি স্প্রিন্টারের গোল্ড মেডেল

581

পরিশ্রম, ইচ্ছা আর দৃঢ় মনোবল দিয়ে অসাধ্যকে সাধন করার নজির আমরা যুগে যুগে অনেক দেখেছি। অকল্যান্ড ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটারের দৌড়ে এমনই এক দৃষ্টান্ত দেখালেন ১০১ বছর বয়সি স্প্রিন্টার মান কাউর। সোমবার অকল্যান্ডের ওই প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে গোল্ড মেডেল জেতেন ভারতীয় এ অ্যাথলেট। ১০১ বছর বয়সে ওয়ার্ল্ড মাস্টার গেমসে নাম নথিভুক্ত করতে গেলে সংগঠকরা প্রথমে অবাক হন। কিন্তু তার ইচ্ছাকে সম্মান জানিয়ে মান কাউরের ডাক্তারি পরীক্ষা করা হয়। ডাক্তাররা সবুজসংকেত দেওয়ার পর ১০০ মিটারে অংশগ্রহণ করেন তিনি। ওয়ার্ল্ড মাস্টার গেমসের সিইও উটেন জানিয়েছেন শতায়ু কাউর তাদের প্রেরণা। ১০০ মিটার স্প্রিন্টে ভারতীয় এ মহিলা অ্যাথলেট সময় নিয়েছেন ৬৪.৪২ সেকেন্ড। শত বছর অতিক্রম করে যাওয়ার পরও উসেইন বোল্টের দৌড়ে মান কাউর অনুপ্রাণিত হন। ওয়ার্ল্ড মাস্টার গেমসে ১০০ মিটারে সোনা জিতে বেশ উচ্ছ্বসিত কাউর। দৌড়কে তিনি বেশ উপভোগ করেন বলেও নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যমকে জানান তিনি। অ্যাথলেটিক্স ক্যারিয়ারের সতেরোতম সোনা জিতে ভীষণ খুশি ভাড়তের চন্ডীগড়ের এই অ্যাথলেট। ১০০ মিটারে সোনা জয়ের পর চলতি সপ্তাহেই ২০০ মিটারে স্প্রিন্টে লড়বেন ১০১ বছর বয়সি কাউর।