১০০ টাকায় বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট

94

ওয়ানডে সিরিজ শেষে সাদা পোশাকের ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ভারত।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আজ সন্ধ্যায় এই টেস্টের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সর্বনিম্ম ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। এছাড়া ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা, ক্লাব হাউজ- ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ৫০০ টাকা। এছাড়া রুফটপ হসপিটালিটি আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।

১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। স্টক থাকা সাপেক্ষে ম্যাচের দিন গুলোতেও কাউন্টারে টিকিট পাওয়া যাবে। উল্লেখ্য, ইতোমধ্যেই ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।