১০টি বেদে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল তুলে দিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার

126

নাটোর জেলার সিংড়া থেকে আসা ১০টি বেদে পরিবার জীবিকার তাদিগে ঘুঘুডিমা, গোবরাতলা ইউনিয়নে এসে আটকা পড়েছে। মানবিক দিক বিবেচনা করে তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়েছে। আজ দুপুরে ঘুঘুডিমা, গোবরাতলা ইউনিয়নে চালগুলো পৌঁছে দেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন। আলমগীর হোসেন জানান, বেদে পরিবারের সদস্যরা ১২ মাস দেশের বিভিন্নস্থানে জীবীকার তাগিদে ঘুরে বেড়ায়। করোনাভাইরাসের আগে এ বেদে পরিবার চাঁপাইনবাবগঞ্জে এসে আটকা পড়ে। কাজ না থাকায় পরিবারগুলো সমস্যায় পড়ে যায়। সে মানবিক দিক বিবেচনা করে ১০টি পরিবারে চালগুলো তুলে দিলাম।

এর আগে সকালে সদর উপজেলার আতাহার এলাকায় করেনায় কর্মহীন হয়ে পড়া ৫০ চা বিক্রেতা, ফেরিওয়ালাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে চাল বিতরণ করে উপজেলা প্রশাসন।

এসব ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক সদর সাংসদ আব্দুল ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসরীন আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খা সহ সংশ্লিষ্টরা।