হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স
শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে ৫ উইকেটের জয় পেয়ে চট্টগ্রামকে সরিয়েই শীর্ষে উঠে গেছে রংপুর। গ্তকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। জবাবে রংপুর ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
চট্টগ্রামের ইনিংসে ওপেনার অ্যাডাম রসিংটন টানা তৃতীয় ম্যাচে ফিফটি করেন। তিনি ৪১ বলে ৫৮ রান করেন। তার সঙ্গে হাসান নাওয়াজের জুটিতে আসে ৬১ বলে ৮২ রান। বিপিএল অভিষেকে নাওয়াজ খেলেন দারুণ এক ইনিংস, ৩৮ বলে ৪৬ রান। শেষদিকে আমির জামাল ১০ বলে ১৯ এবং শেখ মেহেদি হাসান ৭ বলে ১৩ রান যোগ করলে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম।
রংপুরের রান তাড়া শুরু হয় আগ্রাসী ভঙ্গিতে। কাইল মায়ার্স শুরু থেকেই আক্রমণে যান। তৃতীয় ওভারের পর ফ্লাডলাইট সমস্যায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও খেলা শুরু হতেই ভয়ংকর রূপ নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি মাত্র ২৫ বলে ৫০ রান করে দলকে শক্ত ভিত এনে দেন। ডেভিড মালানের সঙ্গে তার জুটিতে ২৭ বলে আসে ৬১ রান।
মালান পরে ৩০ বলে ৩০ রান করে আউট হলে ম্যাচে আবার চাপ বাড়ে রংপুরের ওপর। মায়ার্স ও মালান ফিরে যাওয়ার পর শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৪১ রান। সেই চাপের মুহূর্তে দায়িত্ব নেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমির জামালের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। পরের ওভারে খুশদিল শাহ শরিফুল ইসলামকে দুটি চার ও একটি ছক্কা মেরে জয়ের পথ সহজ করে দেন। মাহমুদুল্লাহ ১৯ বলে অপরাজিত ৩০ রান করেন, আর খুশদিল শাহ ১২ বলে ২২ রান করে আউট হন। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেছে রংপুরের। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স, আর গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে শীর্ষস্থান হারাল চট্টগ্রাম রয়্যালস।