Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

হোয়াটস অ্যাপেও আসবে পাসকি

মাত্র ছয় সংখ্যার ওটিপি কোড দিয়ে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা ভেরিফাই করতে পারবেন। বায়োমেট্রিক আর ফেস রেকগনিশনের বদলে এটি ভিন্ন ধরনের ভেরিফিকেশন পদ্ধতি। পেপ্যাল, উবার, টিকটকে পাসকি আগেই চালু হয়েছে। হোয়াটস অ্যাপও এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ব্যাপক। মেটা এবার আইওএসে পাসকি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। পাসকি ওটিপি পদ্ধতি থেকে দ্রুত। আর নিরাপদও বটে। আপনাকে মেইল বা ফোন নাম্বারে কোডের জন্য অপেক্ষা করতে হবে না পাসকি থাকলে। হোয়াটস অ্যাপে পাসকি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। সেটিংস থেকেই তা এন্যাবল করা যায়। আইফোন ব্যবহারীরা এখন অপেক্ষায়। তারাও শীঘ্রই পাবেন।

Exit mobile version