হেলিকপ্টার বিধ্বস্ত নিউ ইয়র্ক নদীতে, ৫ আরোহীর মৃত্যু

192

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন, শুধু পাইলট রক্ষা পেয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে ইউরোকপ্টার এএস৩৫০ হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সোমবার নিউ ইয়র্ক শহর পুলিশের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিনজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান। পাইলট নিজেকে রক্ষা করতে সমর্থ হন। তাকে নদীর পানি থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হেলিকপ্টারটি একটি ফটো শ্যুটে অংশ নিচ্ছিল, এরই একপর্যায়ে রুজভেল্ট দ্বীপের কাছে এটি পানিতে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লাল একটি হেলিকপ্টার নিচের দিকে নামতে নামতে পানিতে পড়ে যায়। এর পাখনাগুলো তখনও ঘুরছিল, একপর্যায়ে সেটি খ- খ- হয়ে যায়।  এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে ‘শোকাবহ’ ঘটনা বলে বর্ণনা করেছেন নিউ ইয়র্ক শহর দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো। হেলিকপ্টারটি ১৫ মিটার পানির নিচে তলিয়ে গেছিল তাই আরোহীদের বাঁচাতে ডুবুরিদের অত্যন্ত দ্রুত কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। নদীর পানির তাপমাত্রা ৪ সেলসিয়াসের নিচে ছিল এবং নদীতে ¯্রােত ছিল বলেও জানিয়েছেন তিনি।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।