Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলেছেন প্রধানমন্ত্রী

হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হৃদরোগের সকল চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে। এই রোগের চিকিৎসায় এখন আর দেশের বাইরে যেতে হয় না। শতকরা ৯৫ ভাগ চিকিৎসা দেশেই হচ্ছে। আজ দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্টারভেনশনাল অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। প্রতি হাজারে ১০ জন শিশু হৃদরোগে ভুগছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে মোট মৃত্যুর ২৭ ভাগ হৃদরোগে হয়ে থাকে। শুধু হৃদরোগ চিকিৎসা নয়, প্রতিরোধেও নজর দিতে হবে।

Exit mobile version