হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি-আদিত্য রায় কাপুর

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। ক্যারিয়ারের ১ যুগ পার করেছেন এই অভিনেতা। এরই মধ্যে বেশ কটি সফল সিনেমা উপহার দিয়েছেন। কাজের পাশাপাশি প্রেম জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন ৩৯ বছরের আদিত্য।

আদিত্যর পরবর্তী সিনেমা ‘মেট্রো ইন দিনো’। এ সিনেমায় কথিত প্রেমিকা সারা আলী খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। আগামী ৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে সিনেমাটির টিম নিয়ে একটি পডকাস্টে হাজির হন আদিত্য। আর সেখানে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এই নায়ক।

এ আলাপচারিতায় সঞ্চালক আদিত্যর কাছে জানতে চান, কেউ হৃদয় ভাঙলে (প্রেম ভেঙে গেলে) কী করেন? জবাবে আদিত্য রায় কাপুর বলেন, “কেউ হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি।” এ কথা শুনে সঞ্চালক জানতে চান, আপনার আলমারি কী অপরিষ্কার থাকে? এ কথা শুনে হাসতে থাকেন আদিত্যসহ অন্যরা।

এ সময় সারা আলী খানের কাছেও একই প্রশ্ন রাখা হয়। তবে সাইফ আলী খানের কন্যা পরিষ্কার জানান, তার কখনো কেউ ভাঙেনি। মাঝে মধ্যে মন খারাপ হয়। একই প্রশ্ন রাখা হয় ‘মেট্রো ইন দিনো’ সিনেমার অন্যতম অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার কাছেও।

কঙ্কনা সেন শর্মা বলেন, “সত্যি বলতে এসব আমি মনে রাখি না। কিছু সময় মন খারাপ থাকে। তখন পরিষ্কার করি। নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখি।”