হিমু চরিত্রে চঞ্চল চৌধুরী

285

টিভি নাটকের জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বরাবরই প্রশংসিত তিনি। এই তো ক’দিন আগে হুমায়ূন আহমেদের ‘দেবী’ গল্প নিয়ে নির্মিত একই নামের ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করলেন এ তারকা। ছবিটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। এবার হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি ‘হিমু’ চরিত্রেও দেখা যাবে তাকে। আগামীকাল হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। দিনটিতে প্রচারের জন্য তার লেখা গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘রূপার জন্য ভালোবাসা’। এতে হলুদ রঙের পাঞ্জাবি পরা হিমু হিসেবে দেখা যাবে চঞ্চলকে। নাটকটি নির্মাণ করেছেন রাজু আলীম। নাটকে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, হিমু এবং মিসির আলী দুটি চরিত্রই আমার ভীষণ প্রিয়। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বইগুলো মন্ত্রমুগ্ধের মতো পড়তাম। এখন সে চরিত্রগুলোতে অভিনয় করছি। পড়ার সুবাদে এসব চরিত্র আগে থেকেই নিজের ভেতর সাজানো ছিল। তাই চরিত্রগুলো ধরতে বেগ পেতে হচ্ছে না। এতে আরও অভিনয় করেছেন টয়া, ঈশানা, শহিদুল আলম সাচ্চু, কাজী উজ্জ্বল, ইকবাল বাবু, রিয়াস হোসেন, মাহবুব আলম, মুনা চৌধুরী প্রমুখ। নাটকটি আগামীকাল সন্ধ্যায় চ্যানেল আইতে প্রচার হবে