হাসানের দ্রুত সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান

পাকিস্তানের জার্সিতে এটি ছিল হাসান নাওয়াজের তৃতীয় ম্যাচ। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতেই অভিষিক্ত হয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। আর নেমেই করলেন দেশটির জার্সিতে দ্রুততম সেঞ্চুরি। আজ অ্যাকল্যান্ডের এডেন পার্কে বাঁচামরার লড়াইয়ে, টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মার্ক চ্যাপম্যানের ঝড়ো ৯৪ রানের উপর ভর করে ২০৪ রানের পুঁজি পায় স্বাগতিক নিউ জিল্যান্ড। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ওপেনার হাসান বিধ্বংসী ব্যাটিং করতে থাকে। পেয়ে যান শতনের দেখা। পাকিস্তানের ইতিহাসে এটি আবার দ্রুততম। এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান ৪৪ বলের তিন অংকে পৌঁছান, যা ২০২১ সালে বাবর আজমের ৪৯ বলের সেঞ্চুরি রেকর্ড ভেঙে দেয়।