হাসপাতালে মিয়ানমারের সরকারি বাহিনীর হামলায় নিহত ৩৪
হাসপাতালে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত। এতে আরও বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিসিবি। গতকাল রাতে দেশটির পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি হাসপাতালে এই হামলা চালানো হয়। এলাকাটি বর্তমানে জান্তাবিরোধী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে সামরিক বাহিনী জাতিগত সেনাবাহিনীগুলোর কাছ থেকে এলাকা পুনরুদ্ধার করার জন্য বিমান হামলা আরও জোরদার করেছে। তারা শত্রুদের উপর বোমা ফেলতে প্যারগ্লাইডারও ব্যবহার করছে।
এই হামলার বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। তবে, টেলিগ্রামে সামরিক বাহিনীর সমর্থক অ্যাকাউন্টগুলো দাবি করেছে যে এই সপ্তাহের হামলাগুলো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা হয়নি।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বিবিসিকে জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই হাসপাতালের রোগী ছিলেন। তিনি বলেন, এটি বেসামরিক স্থান লক্ষ্য করে সন্ত্রাসী সামরিক বাহিনীর সর্বশেষ ঘৃণ্য হামলা। সামরিক বাহিনীকে বেসামরিক নাগরিকদের উপর বোমা বর্ষণের জন্য দায় নিতে হবে।