হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জে “শিল্পের শহর” কর্মসূচি

410

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জে “শিল্পের শহর” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এসব সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার গ্রামে-গঞ্জে, শহরে, আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলুপ্তপ্রায় বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই দেশেব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মনিম-উদ-দ্দৌলা চৌধুরী, স্বাধীন সাহিত্য সংগ্রাম পরিষদের সম্পাদক এনামুল হক তুফান। অনুষ্ঠানে জেলার প্রায় ১০০ জন শিল্পী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেয়। ব্যতিক্রমধর্মী এমন আয়োজনটি এ জেলার সমস্ত গুনী ও প্রতিভাবান শিল্পীদের মিলনমেলায় পরিনত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় স্থানীয় শিল্পীদের গান, মেয়েলি গীত, সেকান্দার বাদশার কাহানি গান, উন্নয়ন ও নীল চাষ নিয়ে কিচ্ছা কাহানি, জংয়ের গান, জারি গান, কবিতা পাঠ (ছন্দ ও সুরে), কবিতা আবৃতি, আঞ্চলিক গল্প, ধাঁধা, ধারাবাহিক গম্ভীরা, দলীয় নৃত্য (ধামাইল), দলীয় নৃত্য (কারাম), বাউল ও কাওয়ালী গান। শুরুতেই কবিতা আবৃতি করেন, স্বাধীন সাহিত্য সংগ্রাম পরিষদের সম্পাদক এনামুল হক তুফান। চাঁপাই গম্ভীরা দল, এমএম হক আইডিয়াল স্কুল বালিকা গম্ভীরা দল ও চাঁপাই লোক গম্ভীরা দল গম্ভীরা পরিবেশন করে। একসময়ের জনপ্রিয় গান পুঁথি পাঠ করেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও রেডিও মহানন্দার কথাবন্ধু মাহবুবুল আলম এবং মজার আঞ্চলিক গল্প বলে সবাইকে মাতিয়ে তোলেন রেডিও মহানন্দার কথাবন্ধু ফাইজুর রহমান মানি। প্রয়াস ফোক থিয়েটার ইন্সিটিউট দলীয় নৃত্য ধামাইলে অংশ নেয়, এছাড়াও তাদের আলকাপ গানের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় দেশব্যাপী “শিল্পের শহর” কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।