হলুদে ত্বক উজ্জ্বল হবে সাথে তৈলাক্ত ভাব কমবে

79

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে হলুদের রয়েছে অসামান্য গুণ। হলুদ অ্যান্টিসেপ্টিক উপাদানে সমৃদ্ধ। তৈলাক্ত ত্বকের যত্নে এর প্রভাব বেশ অনেকটাই। ভেষজ গুণ থাকায় নানা ফেসপ্যাকেই হলুদ মেশানো যায়। চলুন জেনে নেই ত্বকের তৈলাক্ত ভাব কমাতে কিভাবে হলুদ ব্যবহার করবেন।

হলুদ ও চন্দনের প্যাক
এক চা চামচ হলুদের সাথে এক টেবিল চামচ চন্দনের গুঁড়া গোলাপ জল বা পানিতে মিশিয়ে নিন। এরপরে মিশ্রণটি সরাসরি ত্বকে প্রয়োগ করুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল হবে সাথে তৈলাক্ত ভাব কমতে পারে।

হলুদ ও দই
এক চা চামচ হলুদ গুঁড়ার সাথে দুই টেবিল চামচ দই মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার ত্বকে প্রয়োগ করুন। এবার আলতো করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটি হলুদের সাথে মিলিত হলে ত্বককে পরিষ্কার করতে সহায়তা করবে। এছাড়া ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা কমাতে সাহায্য করে।

হলুদ ও অ্যালোভেরা
অল্প পরিমাণে হলুদের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার মুখে দিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।